কটিয়াদী
কটিয়াদীতে ঔষধ ব্যবসা সমিতির আহবায়ক কমিটি গঠন দ্রুত সংশোধনের জন্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি
কিশোরগঞ্জের কটিয়াদীতে ঔষধ ব্যবসা সমিতির ১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক নতুন কমিটি গঠন করা হয়েছে। সামিয়া ফার্মেসীর স্বত্বাধীকারি আজিজুল হক শাহজাহানকে আহবায়ক ও মনোয়ারা মেডিকেল হলের স্বত্বাধীকারি সাংবাদিক সারোয়ার হোসেন শাহীনকে সদস্য সচিব করে কটিয়াদী পুরাতন বাজার অস্থায়ী কার্যালয়ে পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষনা এবং নতুন এই কমিটির নাম ঘোষণা করেন কটিয়াদী ঔষধ ব্যবসা সমিতির সাবেক সভাপতি পরিমল বিশ্বাস। শুক্রবার রাতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
আহবায়ক কমিটির সদস্যরা হলেন- রনি সাহা, সমর কুমার বনিক,দীপক কান্তি সাহা, মো: বিদুৎ মিয়া, গোপল চন্দ্র সুত্রধর, বিনয় কুমার সাহা, উজ্জল চক্রবর্তী, ছাইদুর রহমান নাঈম, কেশব সাহা,কৃষ্ণ মজুমদার, নিতাই কুমার সাহা, নয়ন আশ্চার্য,মোঃ ইব্রাহিম, মো: জুয়েল মিয়া।