কিশোরগঞ্জের কটিয়াদীতে বাংলাদেশ কৃষক লীগ কটিয়াদী উপজেলা শাখা’র উদ্যোগে ১৯৯৫ সালের ১৫ ই মার্চ সারের দাবিতে নির্মমভাবে নিহত ১৮ জন কৃষক স্বরণে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধায় উপজেলা আওয়ামীলীগ অফিস কার্যালয়ে কটিয়াদী উপজেলা কৃষক লীগের আহ্বায়ক সাইদুর রহমান এর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন জুয়েল এর পরিচালনা বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ভিপি গিয়াস উদ্দিন আহম্মদ, উপজেলা আওয়ামীলীগের মুখপাত্র ও সাবেক ভিপি ছিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল হোসেন মিলন, সাবেক সফল ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম ফকির, নুরুল ইসলাম বাচ্চু, সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমান আওয়মীলীগ নেতা সাংবাদিক সারোয়ার হোসেন শাহীন, উপজেলা কৃষক লীগের সদস্য নুরুল হক রুহানি, এজিএস রুহুল আমিন রেনু, আবুল কালাম খোকন, মোস্তুফা মেম্বার, শরীফ আহমেদ, সজীব বাবু, সিরাজুল ইসলাম শামীম, রনি খান, সোহাগ মিয়া, নবী হোসেন ভূঁইয়া, হিমেল, মুন্নাসহ অন্যান্য নেতৃবৃন্দ।