রাজশাহীর বাগমারায় উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা করেছেন রাজশাহীর ডিসি আব্দুল জলিল ও বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ, এনডিসি।
বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে এসে পৌঁছেন তাঁরা। এ সময় উপজেলা প্রশাসন ও পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন দপ্তরের উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন কর্মকর্তাগণ।
মতবিনিময় শেষে উপজেলা ভূমি অফিস, ভবানীগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস, গোয়ালকান্দি ইউনিয়ন পরিষদ, গোয়ালকান্দি ইউনিয়ন ডিজিটাল সেন্টার, গোয়ালকান্দি আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন। পরিদর্শন কালে আশ্রয়ণ প্রকল্পে থাকা লোকজনের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন তাঁরা।
এ সময় তাঁদের সাথে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক সুফিয়ান, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল-রানা, গোয়ালকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর সরকার প্রমুখ।