নিখোঁজের এক মাস পার হলেও খোঁজ মেলেনি কিশোরগঞ্জ কটিয়াদীর সিপিবি ও কৃষক সমিতির নেতা আব্দুল হাসিমের (৬৫)।
চতুর্থ ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থীর হয়ে গত বছরের ৭ ডিসেম্বর উপজেলা সদরে নির্বাচনের প্রতীক আনতে গিয়ে নিখোঁজ হন। তিনি উপজেলার চান্দপুর ইউনিয়নের তেতইতলা গ্রামের বাসিন্দা মৃত শহর আলীর ছেলে। এক মাস চার দিন হলেও তার কোনো খোঁজ না পাওয়ায় দুঃশ্চিন্তার শেষ নেই হাসিমের পরিবারের সদস্য ও রাজনৈতিক সহকর্মীদের। এ ব্যাপারে কটিয়াদী থানায় সাধারণ ডায়েরি করেন তার ছোটভাই আব্দুর রহমান।
উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল নান্দু জানান, নিখোঁজ আব্দুল হাসিম উপজেলার মানিকখালী আঞ্চলিক শাখার সদস্য ও চান্দপুর ইউনিয়ন কৃষক সমিতির সদস্য ছিলেন। ইউপি নির্বাচন উপলক্ষে তার গ্রামের এক মেম্বার প্রার্থীর সঙ্গে প্রতীক বরাদ্দের দিন উপজেলা সদরে গিয়েছিলেন তিনি। এরপর থেকেই তাকে আর খোঁজে পাওয়া যাচ্ছেনা।
কটিয়াদী মডেল থানার ওসি এস এম শাহাদাত হোসেন জানান, জিডির সূত্র ধরে নিখোঁজ সিপিবি নেতা আবুল হাসিমকে উদ্ধারে পুলিশি তৎপরতা অব্যাহত আছে।