কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের (২য় পর্যায়ে) বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে তথ্য আপা, জাতীয় মহিলা সংস্থা, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় অধিদপ্তরের আয়োজনে মুমুরুদিয়া ইউপির ৮ নং ওয়ার্ড বাঘবেড় বাজারে উঠান বৈঠকে উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিশ্বর পালের সভাপতিত্বে এবং উপজেলা তথ্য অফিসার লাকিমা খাতুনের সার্বিক তত্ত্বাবধানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা: মো: মুশতাকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র ছিদ্দিকুর রহমান ভূইয়া, কটিয়াদী মডেল থানার ওসি এসএম শাহাদাত হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম শিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার, কিশোরগঞ্জ-২আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদের পিএস আমজাদ হোসেন লিটন, মুমুরদিয়া ইউপির চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তরিকুল ইসলাম টিটু যুব লীগ।
এ সময় উপস্থিত ছিলেন মুমুরদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সা: সম্পাদক শাফায়েত উল্লাহ টিটু, যুবলীগ নেতা জহিরুল ইসলাম খোকা, কটিয়াদী বাজার বনিক সমিতির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসেন, তথ্য অফিসের বিভিন্ন কর্মকর্তা ও কয়েক শতাধিক মহিলাসহ আরো অনেকে।