গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামে বৃহস্পতিবার সকালে বজ্রপাতে একটি গরুর মৃত্যু হয়েছে। এলাকাবাসী ও গরুর মালিক জানান, দূর্গাপুর গ্রামের আবু হোসেন সকালে নিজ বাড়ির পাশে বাগানে তিনটি গরু সবুজ ঘাস খাওয়ানোর জন্য বেঁধে রাখে। এমন সময় হঠাৎ বজ্রপাত শুরু হলে গরুগুলো আনতে যায়।
গরু আনতে গিয়ে আবু হোসেন দেখতে পান তার একটি বকনা বজ্রপাতে মারা গেছে। বকনা গরুটির আনুমানিক মূল্য প্রায় ১ লক্ষ টাকা হবে বলে এলাকাবাসী জানান। গরুর মালিক আবু হোসেন বলেন, সকালে বাড়ীর পাশে তিনটি গরু সবুজ ঘাস খাওয়ানোর জন্য মাঠে বেধে রাখেন। সকাল ১১টার দিকে বজ্রপাত শুরু হলে গরু তিনটি আনতে গেলে একটি মৃত পাওয়া যায়।
ধারণা করা হচ্ছে গরুটি বজ্রপাতের আঘাত পেয়ে মারা গেছে। এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মিজানুর রহমান বলেন, বজ্রপাতে একটি গরুর মৃত্যুর খবর পেয়েছি। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ধরনের প্রাকৃতিক দুর্যোগে গবাদি পশু খোলা আকাশের নিচে না রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।