কিশোরগঞ্জ
কিশোরগঞ্জে বাজিতপুরে পিডিবিএফ কার্যালয়ে কর্মকর্তার বিদায় সংবর্ধনা
এই শোকের মাসে, কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বায়িত্ব শাসিত প্রতিষ্ঠান, পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনে নেমে আসে আরেকটি শোক।
বাজিতপুর কার্যালয়ের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের আচরণে তাই ফুঁটে ওঠে। সহকর্মী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা ওমর ফারুক সাহেবকে বদলীজনিত বিদায় দিতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন সকলে।
জানা যায়- জনাব ওমর ফারুক বাজিতপুর কার্যালয়ে দারিদ্র্য বিমোচন কর্মকর্তা (সেল্প) এর দায়িত্বে নিয়োজিত ছিলেন।বদলীকৃত কর্মস্থল নরসিংদী জেলার রায়পুরে উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তার দায়িত্বে যাচ্ছেন।

উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মোঃ ফজলুর রহমান সরকারের সভাপতিত্বে, সেল্প কর্মকর্তা মোঃ মনিরুজ্জামানের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ- পরিচালক কিশোর গন্জ জনাব মোঃ সিরাজুল ইসলাম ও বিশেষ অতিথি সহকারী পরিচালক জনাব মুনির হোসেন।
পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। কোরআন তেলোয়াত করেন জনাব আব্দুর রহিম। গীতা থেকে পাঠ করেন জনাবা রেখা দাস, বিদায় বেদনার স্বরচিত কবিতা আবৃত্তি করেন জনাব মাহফুজ রাজা ।তারপর জনাব ওমর ফারুকের কর্মের উপর স্মৃতিচারন করা হয়।

অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন জনাব ওমর ফারুকের সকল সহকর্মীবৃন্দ।স্মৃতিচারণ করা মূহুর্তে কান্নায় ভেঙ্গে পড়েন সকলে।স্মৃতিচারন করেন জনাব মিনহাজুল ইসলাম,হুমায়ুন হোসাইন,মাহমুদুর রহমান,হেলাল উদ্দীন,রফিকুল ইসলাম,ওবায়দুর রহমান,জাফরুল ইসলাম, রেখা সাহা,তনিমা বনিক,সারোয়ার আলম,রেখা দাস প্রমুখ। সকলের বক্তব্যে ফুটে উঠে জনাব ওমর ফারুকের রম্যরশিকতা, সততা ও নিষ্ঠা।
প্রধান অতিথি তার বক্তব্যে উপদেশ মূলক বানী পেশ করেন ও উত্তরাত্তর মঙ্গল কামনা করেন। পরিশেষে সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।