গাজীপুর

কালিয়াকৈরে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কোটামনি এলাকায় গতকাল  বৃহস্পতিবার রাতে পুলিশ অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছেন। শুক্রবার সকালে নিহত ওই নারীর লাশ ময়না তদন্তের জন্য  গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন।
এলাকাবাসী ও পুলিশ জানায়, কালিয়াকৈর উপজেলার কুটামনি এলাকায় জাহানারা সেবালয়ের বারান্দায় বৃহস্পতিবার বিকেলে এক নারীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ রাতে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। তার মুখোমন্ডলে আঘাতের চিহ্ন রয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক ৫০ বছর। তার পরণে ছিল সেলোয়ার ও কামিস। সড়ক থেকে ১০০ গজ দূরে ওই
সেবালয়ের বারান্দায় অপরিচিত লাশ ও মুখোমন্ডলে আঘাতের চিহ্ন থাকায় এটা হত্যার পর এখানে ফেলে রাখা হয়েছে কিনা? এ নিয়ে চলছে নানা কানাঘুষা।
তবে পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করছে, তবে সড়ক দুর্ঘটনায় মারা যেতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, প্রাথমিকভারে ধারনা করা হয়েছে পাশের বড়ইবাড়ি-পাইকপাড়া সড়কে দুর্ঘটনার শিকার হয়ে হয়তো ওই নারী সেখানে চিকিৎসার জন্য যান। এসময় তিনি সেখানেই মারা যান।

Author

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker