গাজীপুর

সর্বশেষ গ্যাস বিস্ফোরণের ঘটনায় মৃত্যু মিছিলে ৫ জন

পুনম শাহরিয়ার ঋতু, গাজীপুর জেলা প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে পাচঁ জনে।

রবিবার ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপতালে চিকৎিসাধীন অবস্থায় মারা যায় আরিফুল ইসলাম (৩৫) ও মহিদুল (২৪)।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা: তরিকুল ইসলাম।

তিনি জানান, “ভোর ৫টার দিকে আরিফুল ইসলাম ৭০% দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান। অপরদিকে মহিদুল ৯৫% দগ্ধ হয়ে সকাল পৌনে ৭ টার দিকে মারা যান।

তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত শিশুসহ পাঁচ জনের মৃত্যু হয়েছে। অপরদিকে চিকিৎসাধীন থাকা অন্যান্যদের অবস্থাও আশংকাজনক।

আরো পড়ুন: কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ আহত ২০

আরিফুল ইসলাম রাজশাহীর বাঘা উপজেলার এলাইপুর গ্রামের মো: আব্দুর রাজ্জাক বিরশ্বাসের ছেলে। অপরদিকে মো: মহিদুল সিরাজগঞ্জের শাহাজাদপুর থানার পূর্ব ভিরাখোলা গ্রামের মো: সাবেদ আলী খানের ছেলে। তারা উপজেলার মৌচাক তেলীর চালা এলাকায় ভাড়া থাকতেন।

উল্লেখ্য: গত ১৩ মার্চ বুধবার সন্ধ্যায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩৬ জন অগ্নিদগ্ধ হলো তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন প্লাস্টিক সাজার্রি ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়।

সম্পর্কিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এছাড়াও পরীক্ষা করুন
Close
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker