পুনম শাহরীয়ার ঋতু, জেলা প্রতিনিধি গাজীপুর
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর খাজারডেক ডেক এলাকায় গতকাল শনিবার (১৫ জুলাই) রাতে শারমীন আক্তার (২৯) নামের নারীকে ধর্ষনের ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।
ঐ ধর্ষিতা নারী হলেন টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার গয়হাট্রা আকুটিয়া গ্রামের মৃত নুর ইসলামের মেয়ে। সে চাকুরীর সন্ধানে গাজীপুর আসছিলো।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার দক্ষিন কালামপুর খাজারডেক এলাকার মৃত নুর হোসেনের ছেলে নাজির হোসেন (২৫), মো: ফজল বেপারীর ছেলে রিপন হোসেন (২৩) ও কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নারায়নপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে হোসেন আলী (৩২) সে খাজারডেক এলাকার শাহজানের বাড়ির ভাড়াটিয়া। ভোক্তভোগী ও থানার এজাহার সূত্রে জানাযায় দুই মাস আগে কাজের সন্ধানে ঐ নারী কালিয়াকৈর এ কাজের সন্ধানে আসলে রিপনের সাথে পরিচয় হয়।
এসময় ঐ নারী বিভিন্ন বাসাবাড়িতে রান্নার কাজ করতেন। তখন রিপন ঐ নারীকে কারখানা বা গার্মেন্সে চাকুরী নিয়ে দিবে বলেন পরে ঐ নারী জানান ঈদের পর এসে চাকুরী নিবে বলে জানান। পরে ভোক্তভোগী নারী ঈদের ছুটিতে গ্রামের বাড়ি নাগরপুরে চলে গেলে। ঈদের ছুটি শেষে কাজের সন্ধানে ১৪ জুলাই ঐ নারী ঢাকা মিরপুরের উদ্দেশে বাড়ি থেকে বের হয় এদিকে চন্দ্রা এলাকায় পৌছালে ঐ নারীকে ফোন রিপন ফোন করে জানান তার জন্য কারখানায় একটি চাকুরী ব্যবস্থা করেছে। পরে ঐ নারী মিরপুর না গিয়ে চন্দ্রা বাসস্ট্যান্ড এলাকায় নেমে রিপনের সাথে দেখা করেন ।এসময় সাথে আরো দুইজন কে ব্যাটারী চালিত ইজিবাইক নিয়ে দাড়িয়ে থাকতে দেখেন। পরে রিপন ঐ নারীকে সাথে থাকা নাজির হোসেন ও হোসেন আলীর সাথে যেতে বলেন। পরে ঐ নারী চাকুরীর জন্য ইজিবাইকে করে বিভিন্ন স্থানে ঘুরাঘুরি করে পওে ঐ নারী বলেন চাকুরীর কথা জিজ্ঞাসা করলে তারা বলেন আজকে চাকুরী হবেনা কালকে চাকরী হবে বলে। এদিকে সন্ধা নেমে এলে ঐ নারী বাড়িতে চলে যাবে বলে জানালে পরে তিন জনে মিলে ঐ নারীকে কালারপুর খাজারডেক এলাকায় সরকারী গহীন বনে নিয়ে হত্যার ভয় দেখিয়ে জোর র্পূবক ধর্ষণ করে। পরে কাউকে কিছু না জানানোর জন্য ঐ নারীকে হুমকি দিয়ে ধর্ষণকারীরা বলেন যদি এ ঘটনা কাউকে বলে তাহলে ঐ নারীকে হত্যা করা হবে বলে হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এসময় ঐ নারীর ডাক চিৎকারে আসেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে থানায় পাঠায়। কতকাল রাতেই তিনজনকে আসামী করে ঐ নারী ধর্ষণ মামলা দায়ের করে। রাতেই ঐ নারীকে সাথে নিয়ে পুলিশ অভিযান চালিয়ে খাজাডেক এলাকা থেকে ধর্ষক তিনজন কে গ্রেফতার করে রবিবার দুপুরে গ্রেফতারকৃতদের গাজীপুর জেল হাজতে প্রেরণ করে আর ঐ নারীকে মেডিকেল পরিক্ষার জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা আকবর আলী খান বলেন র্ধষণের ঘটনায় তিজনকে আটক করে গাজীপুর জেল হাজতে পাঠানো হয়েছে ।