পুনম শাহরীয়ার ঋতু, জেলা প্রতিনিধি গাজীপুর
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসরকের গোয়ালবাথান বাইপাশ এলাকায় রবিবার (১৬ জুলাই) সকাল ১১ টার দিকে ব্রীজ সংলগ্ন সড়ক দূর্ঘটনায় অজ্ঞাতনামা (৪৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
স্থানীয়রা ও হাইওয়ে পুলিশ সূত্র জানায়, রবিবার সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গোয়াল বাথান ব্রীজের পুিশ্চম পাশে সড়কে অজ্ঞাত ব্যক্তির লাশ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে নাওজোর থানা হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর মর্গে পাঠায়। তবে নিহতের পরিচয় সনাক্ত করতে পারেনি পুলিশ। ধারনা করা হচ্ছে সড়ক পারাপারের সময় গাড়ির ধাক্কায় অজ্ঞাত ঐ ব্যক্তির মৃত্যু হতে পারে।
এ ঘটনায় নাওজোর হাইওয়ে থানার ইনচার্জ আতিকুর রহমান বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। তবে তার পরিচয় এখনো সনাক্ত করা যায়নী ধারণা করা হচ্ছে সড়ক পারাপারের সময় গাড়ির ধাক্কায় তার মৃত্যু হতে পারে লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর মর্গে পাঠানো হয়েছে।