পুনম শাহরীয়ার ঋতু, গাজীপুর প্রতিনিধি:
বেতন বৃদ্ধির দাবিতে সকাল থেকেই গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ, দোকানপাট, হাসপাতাল ও যানবাহন ভাঙচুরসহ যানবাহনে অগ্নি সংযোগ করছেন শিল্প কারখানার শ্রমিকরা। এতে উত্তাল হয়ে উঠেছে মহাসড়ক ও আশপাশের এলাকা। ফলে সকাল থেকেই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এদিকে মহাসড়ক অবরোধ থাকায় ভোগান্তিতে পড়ে স্কুল কলেজসহ বিভিন্ন কর্মস্থলে যোগদানকারী জনসাধারণ। অগ্নি সংযোগ করা হয় মটরসাইকেলসহ অর্ধ শতাধিক গাড়িতে।
জানা যায়, গত ২৩ অক্টোবর থেকে বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের ভোগরা বাইপাস, কোনাবাড়ী, তেলিরচালা, মৌচাক, সফিপুর, পল্লীবিদ্যুৎ এলাকার বেশকিছু শিল্প-কারখানা শ্রমিকরা আন্দোলন শুরু করে। তারই ধারাবাহিকতায় আজকে (৩১ অক্টোবর) অষ্টম দিনেও সকাল থেকে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর, পল্লী বিদ্যুৎ, মৌচাক এলাকায় শিল্প কারখানা বন্ধ থাকার পড়েও বহিরাগত শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে আন্দোলনে নামেন। এ সময় মহাসড়কের দুই পাশেই অগ্নিসংযোগ সৃষ্টি করে যানবাহন চলাচল বন্ধ করে করে দেয় আন্দোলনরত শ্রমিকরা।
এদিকে সফিপুর এলাকায় পুলিশের সাথে শ্রমিকদের মুখোমুখি সংঘর্ষ হলে ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে সফিপুর এলাকায় তানহা হেলথ কেয়ার নামে একটি হাসপাতালে ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর করেন ক্ষুব্ধ শ্রমিকরা, আরো ভাংচুর করা হয় ডাচ্ বাংলা ব্যাংকের ও শাহজালাল ইসলামী ব্যাংকের সামনের গ্লাস। অপরদিকে পশ্চিম চান্দরা এলাকায় ওয়ালটন কারখানার শো রুম ও একটি পিকাপভ্যানে অগ্নি সংযোগ করে বহিরাগত শ্রমিকরা। অপরদিকে একই সময় উপজেলার পল্লী বিদুৎ বাজার এলাকায় আর এফএল কোম্পানির মালবাহি ট্রাকে ও পিকাপ ভ্যানে অগ্নি সংযোগ করে শ্রমিকরা। এসময় যানজট নিরসনে মহাসড়কে বিজিবি ও পুলিশ টিয়ারসেল সুরে মহাসড়কে যানচলাচল সাভাবিক করে। অপরদিকে কারখানা চালু রাখার কারনে উপজেলার পূর্ব চান্দরা বোর্ডমিল এলাকায় দুপুরে লিডা ফ্যাশন ও ফটিক্স অ্যাপারেলস নামক দুটি কারখানায় বহিরাগত শ্রমিকরা ভাংচুর ও ৪২ টি মটর সাইকেল ও চারটি গাড়িতে অগ্নিসংযোগ করে। এসময় আরো কয়েকটি গাড়িতে ভাংচুরসহ কারখানার অত্যন্ত ২০ জন কর্মকর্তাকে আহত করে বহিরাগত শ্রমিকরা।
এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, আজ সকাল থেকে মৌচাক, সফিপুর, পল্লী বিদ্যুৎ এলাকায় শ্রমিকদের আন্দোলনের খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে।
গাজীপুর শিল্প পুলিশ- ২ এর অতিরিক্ত পুলিশ সুপার মঈনুল হক জানান, গাজীপুরের সফিপুর, মৌচাক, পল্লী বিদ্যুৎ এলাকায় শ্রমিক আন্দোলন চলছে। তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ভাঙচুর করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আমরা কাজ করছি।