গাজীপুর

উল্টো রথযাত্রায় কালিয়াকৈরে শেষ হল রথযাত্রা মহোৎসব

পুনম শাহরীয়ার ঋতু, জেলা প্রতিনিধি গাজীপুর

গাজীপুরের কালিয়াকৈরে উল্টো রথ টানার মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের মহোউৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা ।এর আগে গত ২০ই জুন থেকে জাঁকজমকপূর্ণভাবে ১০ দিনব্যাপি এ রথযাত্রা উৎসব শুরু হয়।

শুক্রবার (৩০ জুন) বিকালে কালীমন্দির হতে উল্টো রথ টেনে উপজেলার বাজার -স্ট্যান্ড থেকে ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কে বিশাল শোভাযাত্রাটি প্রদক্ষিণ হয়ে চাপাইর ইসকন মন্দিরে এসে শেষ হয়।

সনাতন ধর্মালম্বীদের মতে জগন্নাথ দেব হল জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছে ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছে জগতের ঈশ্বর। তার কৃপায় মানুষের মুক্তি লাভ হয়। জীব রূপে আর জন্ম নিতে হয় না। এ বিশ্বাস থেকেই রথযাত্রার ওপর জগন্নাথ দেবের প্রতিমা রেখে রথযাত্রা করেন সনাতনী ধর্মালম্বীরা। উল্টো রথযাত্রা উপলক্ষে বিভিন্ন ধর্মীয় গান, আনুষ্ঠানিকর্তা ও মন্দিরে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় এই অনুষ্ঠানমালা। যার মধ্যে ছিল হরিনাম কীর্তন, বিশ্ব শান্তি মঙ্গল কামনায় শ্রীমৎভগবত গীতা পাঠ, পদাবলী কীর্তন, আরতি কীর্তন, ভাগবত পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, মহাপ্রসাদ বিতরণ।

উল্লেখ্য আছে জগন্নাথ দেবের রথযাত্রায়-রথের রশি টান দিয়ে মূল মন্দিরে ফিরিয়ে আনার নামই উল্টো রথযাত্রা নামে পরিচিত। এ শোভাযাত্রায় রথের রশিতে টান দিলে সমস্ত জন্মের পাপ মোচন হয় মানুষের। নিয়ম মানলে বিশেষ ফল মিলে এই পবিত্র তিথিতে।তাই এ দিন রথের রশিতে টান দিতে হাজির হন হাজার হাজার ভক্তবৃন্দরা।

এ সময় উল্টো রথযাত্রায় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু পরিষদ গাজীপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট সুমন সাহা, সাধারণ সম্পাদক এস পলাশ সরকার ও সাংগঠনিক সম্পাদক স্বপন সরকার সহ প্রমূখ ও অন্যান্য নেতৃবৃন্দ।


Discover more from MIssion 90 News

Subscribe to get the latest posts to your email.

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker