গাজীপুর সিটি কর্পোরেশন র্নিবাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে আবেদনকৃত সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মনোনয়ন বাতিল করেছেন রিটার্ণিং কর্মকর্তা।
রোববার (৩০ এপ্রিল) সকাল ১০ টা ৫০মিনিটের দিকে তার মনোনয়ন বাতিল ঘোষণা করেন রিটার্ণিং কর্মকর্তা ফরিদুল ইসলাম।
এসময় রিটার্ণিং কর্মকর্তা জানান, জাহাঙ্গীর আলমের অন্যান্য তথ্য সঠিক রয়েছে। তবে তার ব্যাংকের একটি স্টেটমেন্ট সমস্যার কারণে মনোনয়ন বাতিল হয়েছে। তবে যেহেতু এখনো সময় আছে। সে ক্ষেত্রে তার আপিল করার সুযোগ রয়েছে। তবে তার মায়ের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
এর আগে জাহাঙ্গীর সিটি কর্পোরেশন নির্বাচনের আওয়ামী লীগের কাছে নৌকা প্রতীক চেয়ে আবেদন করলে। দল তাকে মনোনয়ন না দিলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দেন জাহাঙ্গীর।
নানা বিতর্কিত মন্তব্যের কারণে মেয়র পদ থেকে বরখাস্ত হওয়ার পর দীর্ঘদিন রাজনীতির মাঠের বাইরে ছিলেন জাহাঙ্গীর আলম। তবে কিছুদিন আগে তাকে অডিও ফাসঁ মন্তব্যের জন্য ক্ষমা করলেও গাজীপুর সিটি নির্বাচনে মনোনয়ন দেয়নি ক্ষমতাশীন দল আ’লীগ।
এর আগে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম ও তার মা জায়েদা খাতুনের মনোনয়ন গত বৃহস্পতিবার বিকালে জমা দেন ।
তফশিল ঘোষণার পর অনেকটা চুপ ছিলেন সাবেক মেয়র জাহাঙ্গীর। তবে শেষ মুহূর্তে এসে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি