টাঙ্গাইলশিক্ষা

টাঙ্গাইলে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। রোববার সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়ে চলে দুপুর ১টা পর্যন্ত। এ বছর জেলার ১২টি উপজেলায় ৮২টি কেন্দ্র্রে পরীক্ষার্থী ৫৩ হাজার ২২২ জন।

জেলা প্রশাসক কার্যালয় সুত্রে জানাগেছে, জেলায় এবছর এসএসসিতে ৪২ হাজার ৫৬৯ জন, দাখিল পরীক্ষায় ৬ হাজার ২৬৫ জন, এসএসসি ভোকেশোনাল ৪ হাজার ৩৬৪ জন ও দাখিল ভোকেশোনাল পরীক্ষায় ২৪ জন পরীক্ষার্থী রয়েছে। এছাড়াও এসএসসিতে ৪০টি, দাখিল পরীক্ষায় ১৫, এসএসসি ভোকেশোনালে ২৫ ও দাখিল ভোকেশনালে ২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

Image
সকাল ১১টার দিকে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার।

জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার জানান, সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠানের জন্য সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। জেলার প্রতিটি উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) পরীক্ষায় দায়িত্ব পালন করবেন। এছাড়া একজন অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।


Discover more from MIssion 90 News

Subscribe to get the latest posts to your email.

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এছাড়াও পরীক্ষা করুন
Close
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker