গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢালজোড়া আড়াইগঞ্জ বাজার এলাকায় বহুল আলোচিত মাটি ব্যবসায়ী মিজানুর রহমান হত্যা মামলার এজাহার ভুক্ত আসামী আব্দুল আলীম (৩৮)কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি উপজেলার ঢালজোড়া এলাকার মৃত নিয়ত আলীর ছেলে।
গত ৪ এপ্রিল রাতে ঢাকা জেলার সাভার (আশুলিয়া) লালটেকি এলাকা থেকে পুলিশ অভিযান চালিয়ে আটক করে।
নিহত মিজান একই উপজেলার টেকিবাড়ি চানপুর এলাকার ওয়াজ উদ্দিনের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিয়াকৈর থানার এস আই সাইফুল মুন্সি বলেন, গোপন সংবাদের ভিক্তিতে গত মঙ্গলবার রাত নয়টার দিকে সাভার লালটেকি এলাকা থেকে গ্রেফতার করা হয়। সে হত্যা মামলার এজাহার ভুক্ত ২ নং আসামী। পরে বুধবার সকালে তাকে গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য: গত ২৪ র্মাচ শুক্রবার বিকালে মাটি ব্যবসায়ী মিজানকে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে যায় নুরিসরাম নামের ব্যক্তি পরে পাশের ঢালজোড়া আড়াইগঞ্জ বাজার এলাকায় পৌঁছালে আগে থেকে উৎ পেতে থাকা সুন্ত্রাসীরা হামলা চালিয়ে আহত করলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঐদিন ভোরে মিজানের মৃত্যু হয়। পরে নিহতের স্ত্রী অন্তরা বেগম বাদি হয়ে থানায় মামলা করলে ঘটনার ১০ দিন পেড়িয়ে গেলেও কোন আসামী গ্রেফতার না হওয়ায় নিহতের পরিবার ও এলাকাবাসী ২ এপ্রিল আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করে ।