গাজীপুর

মলম পার্টির কবলে ইউনিলিভারের সেল্সম্যান

গাজীপুরের কালিয়াকৈরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে নগদ টাকা ও অটোভ্যানসহ মালামাল লুটের ঘটনা ঘটেছে। ১৩ মে শুক্রবার বেলা ১ টা থেকে দেড়টার মধ্যে এ ঘটনা ঘটে।

জানাগেছে, ভূক্তভোগী অখিল সাহা (৩২) উপজেলার বোয়ালি এলাকার সাহাচানের ছেলে। তিনি কালিয়াকৈর ইউনিলিভারে সেল্সম্যান হিসেবে নিয়োজিত। প্রতিদিনের মতো তিনি ইউনিলিভারের গোডাউন থেকে মালামাল নিয়ে কালিয়াকৈরের বিভিন্ন দোকান ও মার্কেটে সরবরাহ করে থাকেন এবং বিক্রয় কৃত পন্যের টাকা কালেকশন করে দুপুরের পর ইঅনিলিভার কে বুঝিয়ে দেন।

১৩ মে শুক্রবার দুপুর দুইটার দিকে উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মার নামাজ শেষে মুসুল্লিরা অখিল কে থানার প্রধান ফটকের সম্মুখে রাস্তার উত্তর পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে এবং নাক মুখ থেকে ফেনা নির্গত হচ্ছে দেখে স্হানীয় সোহাগ নামে এক মুসুল্লিসহ আরেক ভ্যান চালক তাকে দ্রুত উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান। পরে ভুক্তভোগীর প্যান্টের পকেটে থাকা মোবাইল ফোনে তার স্বজনদের খবর দিলে অখিলের বাবা এসে অখিলকে তার ছেলে দাবী করেন।

এ দিকে ইউনিলিভারের সিনিয়র সেল্সম্যান শামীম জানান, অখিল প্রতিদিন দুইলক্ষ টাকার মতো পন্য বিক্রি করে নগদ টাকা অফিসে বুঝিয়ে দেন, কিন্তু আজ বিক্রি শেষে অফিসে আসার আগেই অজ্ঞান পার্টি সব কেড়ে নিল।

কালিয়াকৈর থানার ডিউটি অফিসার এস আই ফরিদ হোসেন জানান- এ ব্যাপারে থানায় কোন অভিযোগ পাওয়া যায়নি।

সম্পর্কিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এছাড়াও পরীক্ষা করুন
Close
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker