গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন ২নং ওয়ার্ডের মোজারমিল এলাকায় ক্রয়কৃত নিজ জমি দখলমুক্ত করতে মানববন্ধনকর্মসূচি করেছে এক ভুক্তভোগী পরিবার।
শনিবার দুপুরে নগরীর কাশিমপুর মেট্রো থানাধীন ২নং ওয়ার্ডের মোজার মিল এলাকা রাশিদা বেগম নামের(৩৫) নামের এক গৃহবধূ প্রায় ৭ বছর আগে জমি কিনে বসতবাড়ি করে পরিবার নিয়ে বসবাস করে আসছে। হটাৎ করে তার স্বামী বিদেশ থাকায় এলাকার হামিদ দেওয়ান গং নামের এক ভূমিদস্যু বিপুল পরিমাণ চাদাঁদাবী করে আর সেই চাঁদা দিতে অশিকৃতি জানালে সেই মহিলাসহ তার পরিবার কে ভয়ভীতি দেখিয়ে জোর পূর্বক জমি দখল করে স্থাপনা তৈরির অভিযোগ উঠেছে। এই ঘটনায় মানববন্ধন করেছে ভুক্তভোগীর পরিবার।
ভুক্তভোগী ঐ পরিবারের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগরের বর্ণীঘর এলাকায়।
এই বিষয়ে মানববন্ধনে ভুক্তভোগী রাশিদা বেগম জানান, “বিগত ২০১৬ সালে আমি ডালাস সিটির ২৪ নং প্লটটি ক্রয়সূত্রে মালিক হয়ে দীর্ঘদিন যাবৎ ভোগ দখল করে আসতেছিলাম । গত ২৪ জানুয়ারি ২০১৯ রাতের আধারে স্থানীয় কিছু ব্যক্তির যোগশাজসে হামিদ দেওয়ান গং সহ অজ্ঞাত ১০/১৫ জন সন্ত্রাসী আমার ভোগদখলকৃত প্লটটি দখল করে নেয়। বিষয়টি আমি জানতে পেরে পরের দিন ২৫ জানুয়ারি ২০১৯ সকাল আনুমান ১০:০০ ঘটিকার সময় প্লটটির কাছে এলে হামিদ দেওয়ান গং এর ১০/১৫ জন সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্রশস্ত্র (দা, লাঠি, চাপাতি, কুদাল ইত্যাদি) দিয়ে আমাকে বেধরক মারধর করে ও প্রাণ নাশের হুমকি প্রদান করে এলাকা থেকে তাড়িয়ে দেন। পরবর্তীতে আমি উপরোজ বিষয়ে আইনের বিভিন্ন দপ্তরে যোগাযোগ করি এবং মামলা মোকদ্দমা করি ও আমার পক্ষে রায় পাই। এরপর উত্ত রায়ের কপি নিয়ে পুনরায় প্লটের কাছে এলে হামিদ দেওয়ান গং এর পালিত সন্ত্রাসী বাহিনীর লোকজন আবারও আমাকে ভয়ভীতি প্রদান করে ও বলে যে, ‘বাচতে চাইলে আমাদের মোটা অংকের টাকা (চাঁদা) দাবি করে।’ তাদের এসব আচরনে আমার পিতা তাৎক্ষণিক হার্ডস্টক করে মৃত্যু বরণ করেন। আমি স্থানীয় বিভিন্ন ব্যক্তিবর্গের নিকট সাহায্য প্রার্থনা করলে কেহ আমাকে সাহায্য করতে পারবে না বলে জানিয়ে দেয়। আমি কোন উপায় না দেখে এখান থেকে চলে যাই। পরবর্তীতে আমি স্কাশিমপুর থানায় বিষয়টি অবগত করি। আমার কষ্টার্জিত অর্থে ক্রয়কৃত প্লটটি যেন ফিরে পেতে পারি, মাননীয় প্রধান মন্ত্রীর কাছে ন্যয় বিচারের জোর আবেদন করছি।”
সময় মানববন্ধনে প্রায় এলাকার শতাধিক বাসিন্দা অংশ গ্রহণ করে।