গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি মেট্রো থানাধীন আমতলী নামক এলাকায় একটি সুতার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আগুনের লেলিহান শিখা আরো আশপাশের কয়েকটি বসত বাড়িতেও ছড়িয়ে পরে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুর ১ টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানান, কোনাবাড়ি পারিজাত আমতলা এলাকায় দুপুর ১ টার পরপরই রমজানের সুতার গোডাউন থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে তা আশপাশের কয়েকটি বাসা বাড়িতে ছড়িয়ে পরে। এ সময় স্থানীয় লোকজন প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে খবর পেয়ে ডিবিএল ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।
গাজীপুর ফায়ার সার্ভিস কর্মকর্তা আবদুল হামিদ জানান, এখন ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আপাতত আগুন আর বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা নেই।