বান্দরবান

লামায় ফাইতং ইউনিয়নের মসজিদে ইমামসহ ২ জন করোনা শনাক্ত

বান্দরবানের লামা উপজেলা ৭নং ফাইতং ইউনিয়নের ০৮নং ওয়ার্ডের নয়াপাড়া মসজিদে ইমাম মো: জাহেদুল ইসলাম (৫০), পাড়া সর্দা মাতা ও বশর মেম্বার স্ত্রী মনোয়ারা বেগম (৫৫) নামে দুইজন করোনা শনাক্ত বলে স্থানীয়ক চেয়ারম্যান জালাল উদ্দিন ও উক্ত ওয়ার্ডের ইউপি সদস‍্য শহিদুল্লাহ মিন্টু সূত্রে জানা যায়।

এদিকে মসজিদে ইমাম মো: জাহেদুল ইসলাম গত সপ্তাহে করোনা উপসর্গ নিয়ে কক্সবাজার সদর হাসপাতালে র‍্যাপীড এ‍্যান্টিজেন টেস্ট করে পজিটিভ আসে। বর্তমানে তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং শারীরিক একটু সুস্থ বলে রোগীর পরিবারের সূত্রে জানা গেছে। অপরদিকে আজ ১২জুলাই ২০২১ইং তারিখে সকালে করোনা উপসর্গ নিয়ে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্স এর করোনা টেস্ট/ র‍্যাপীড এ‍্যান্টিজেন টেস্ট (আরএটি) করে করোনা পজিটিভ বলে জানতে পাই। তিনিও বর্তমানে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্স এর ভর্তি আছে।

ফাইতং ইউনিয়নের প্রথম বারে মত কোভিড-১৯ এর শনাক্ত হওয়া এলাকার মানুষের মধ‍্যে করোনা সংক্রমণ রোধে বর্তমানে করোনা২(দুই) জন রোগীর বাড়ি স্থানীয়ক চেয়ারম্যান জালাল উদ্দিন ও ফাইতং পুলিশ ফাড়ি সদস‍্যরা রেড জোন / রেড হোম করে রাখা হয়েছে। তাদের বাড়িতে পরিষদে চৌকিদার দিয়ে পাহারা দিয়ে রেখেছে।
আরো জানা গেছে বশর মেম্বার পুত্র,নয়াপাড়া সর্দা মানিক(৩০) ও শারীরিক ভাবে ভালো নয় বলে জানা গেছে। তাই দুই রোগীর পরিবারের সদস‍্যরা যেন যত্রতত্র বাইরে গিয়ে ঘুরা ফেরে করতে না পারে এবং এলাকার মানুষের যেন সংক্রমণ না হয় সে জন‍্য রেড জোন করে রাখা হয়েছে।

উপজেলায় লামা স্বাস্থ্য কমপ্লেক্স এর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: মহিউদ্দিন মাজেদ চৌধুরী জানান, আর এদিকে বান্দরবান জেলায় লামা উপজেলার কোভিড-১৯ এর সংক্রমণ হার বেশি। কোভিড-১৯ এর সংক্রমণ প্রতিরোধ করতে হলে জনগণের মধ‍্যে সচেতনতা সৃষ্টির হতে হবে। অন‍্যদিকে বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এর গত ডিসেম্বর ২০১৯ইং হইতে আজ ১২জুলাই ২০২১ইং পর্যন্ত উপজেলার মোট করোনা নমুনা সংগ্রহ ৭৮২জন, করোনা র‍্যাপীড এ‍্যান্টিজেন টেস্টের (আরএটি) ১২০জন শনাক্ত। মোট সুস্থ ৭৮জন, বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন-২১জন এবং হোম আইসোলেশনের ২১জন আছে বলে লামা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মরত অনুপম বড়ুয়া বিষয়টি জানান।


Discover more from MIssion 90 News

Subscribe to get the latest posts to your email.

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এছাড়াও পরীক্ষা করুন
Close
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker