কালিয়াকৈর

কালিয়াকৈরে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

গাজীপুরের কালিয়াকৈরে ঝুট ব্যবসা কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে।   সংঘর্ষের ঘটনায় উভয় গ্রুপে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন উক্ত ঘটনায় আহত নজরুল ইসলাম।
পুলিশ, এলাকাবাসী ও কারখানা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার বড়ইছুটি এলাকায় চন্দ্রা স্পিনিং লিমিটেড নামে একটি কারখানার ঝুট মালামাল ব্যবসার নিয়ন্ত্রণে নিতে দুই গ্রুপের মধ্যে  সংঘর্ষের ঘটনা ঘটেছে   ।  সোমবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে দীর্ঘ দিন যাবৎ  কালিয়াকৈর পৌর আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক  ও চন্দ্রা জাতির পিতা বঙ্গবন্ধু  কলেজের ছাত্রলীগের সাবেক সভাপতি   আনোয়ার হোসেন  ও তার ভাই পৌর আওয়ামীলীগের সাবেক সদস্য ওই কারখানায় ঝুট ব্যবসা করে আসছিলেন। কিন্তু কয়েক মাস  পূর্বে  ব্যবসা নিয়ে ঝামেলা হলে  কারখানা কর্তৃপক্ষ ও জেলার নেত্রী বৃন্দ ও  উপজেলা আওয়ামীলীগের সিনিয়র নেত্রীবৃন্দকে অবহিত করেন। উপজেলা আওয়ামীলীগের সভাপতি  মুরাদ কবির  এবং আকবর আলী আওয়ামীলীগ নেতা মুক্তি যোদ্ধা আব্দুর রশিদ, মোশাররফ হোসেন জয় সহ মুক্তি যুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ্ব এডভোকেট আ ক ম মোজাম্মেল হক এম পি ‘ মহোদয়ের সাথে বৈঠক  হয় সেই  বৈঠকে   পরবর্তী যে ডি ও লেটার হবে  শুধু   একবার সেই ডি ও লেটারে উপজেলা আওয়ামীলীগের সভাপতি   মুরাদ কবির নিয়ন্ত্রণ করবেন এবং পরবর্তীতে ঐ কারখানার ঝুট মালামাল নিয়ে আবার সিদ্ধান্ত হবে বলে জানা যায়।  এ দিকে নজরুল আরও দাবী করে বলেন যে হঠাৎ তিনি জানতে পারেন তার অগোচরে ঐ কারখানার মালামাল অন্য কেউ বের করছেন। এ সংবাদ শুনে তিনি তার লোকজন নিয়ে বিষয় টি জানতে গেলে দেখেন ঘটনা সত্য।তখন তিনি এর বিরুদ্ধে একটি মিছিল বের করেন বলে জানান। ঠিক তখন সরকার সমর্থিত আওয়ামীলীগের অপর পক্ষ তাতের উপর লাঠি সোটা ও রড ইত্যাদি নিয়ে হামলা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পরে  এতে ইব্রাহিম, মনির, ও নজরুল সহ অনেকেই মারাত্মক আহত হন এদের মধ্যে  ইব্রাহিম ও মনিরের অবস্হা আশঙ্কা জনক হওয়ায় সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।অপর দিকে জাতির পিতা  বঙ্গবন্ধু  কলেজ সাখার ছাত্রলীগের  সাবেক  সভাপতি    রুবেল পারভেজ বলেন কারখানার কর্তৃপক্ষ  আনোয়ার গংদের মালামাল  দিতে অস্বীকৃতি জানালে দলীয়ভাবে একটি সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সিদ্ধান্ত মতে জাতির পিতা বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি রুবেল পারভেজ, কালিয়াকৈর পৌর ছাত্রলীগের আহব্বায়ক আল মামুন সবুজ, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহীন আলম ও উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহবায়ক  সোহেল শাহরিয়ার জয় সহ তাদের লোকজন ওই কারখানার ঝুট মালামাল সোমবার দুপুরে বের করতে গেলে পৌর আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেনের লোকজন বাধা দেয় বলে জানান  এ সময় তাদের দু-গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষে মামুন মন্ডল, মামুন হোসেন, শহিদুল ইসলাম, রাজু আহমেদ , মাজহারুল ইসলাম সহ  উভয় গ্রুপের কমপক্ষে ১৫ জন আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এদের মধ্যে কয়েক জন কে  শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশেষায়িত হাসপাতালে ও এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
ঝুটের ব্যবসা সংক্রান্তে দুই গ্রুপই দাবী করেন যে উপজেলার সর্বোচ্চ ফোরামের সিদ্ধান্ত অনুযায়ী আনোয়ার গং দাবী করেন ব্যবসা আমাদের দেয়া হয়েছে। রুবেল পারভেজ গং দাবী করেন এ ব্যবসা তাদের(রুবেল গংদের)।
ওই কারখানার জেনারেল ম্যানেজার শাজাহান মিয়া জানান,  আজকে কারখানার ভিতরে কোনো ঘটনা ঘটেনি। তবে কারখানার বাইরে কি ঘটেছে, তা আমার জানা নেই।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, ওই ঘটনায় এখন পর্যন্ত কোন পক্ষই থানায় অভিযোগ দায়ের করেনি। তবে ঘটনা শুনে তাৎক্ষনিক ভাবে গিয়ে বিষয়টি দেখে এসেছি। লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker