বান্দরবানসারাদেশ

বান্দরবান জেলা আওয়ামী লীগের উদ্যোগের জাতীয় শোক দিবস পালিত

আজ শোকাবহ ১৫ আগস্ট। জাতির ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত ও বেদনার দিন। জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী।
দিবসটি উদযাপন উপলক্ষে পার্বত‍্য বান্দরবান জেলার আওয়ামী লীগে উদ্যোগের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনার সভা এবং মিলাত মাহফিল আয়োজন করেন।

বঙ্গবন্ধুর মুক্তমঞ্চে অনুষ্ঠান শুরু দিকে পুষ্পস্তবক অর্পন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম.পি. মহোদয়। মাননীয় মন্ত্রীর পর পুষ্পস্তবক অর্পণ করেন বান্দরবান পার্বত্য জেলার জেলাপ্রশাসক জনাব ইয়াছমিন পারভীন তিবরীজি। এরপরে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বান্দরবান জেলা পরিষদে মাননীয় চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ক‍্যশৈহ্লা এবং জেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বানদরবান পৌর মেয়র ইসলাম বেবী পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া জেলা আওয়ামী লীগ,যুবকলীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের অন‍্যান‍্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ধাপে ধাপে পুষ্প অর্পণ করেন।

জেলা আওয়ামী লীগ কর্তৃক পুষ্পস্তবক অর্পনের সময় বান্দরবান জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শহিদুল ইসলাম, কাজল কান্তি দাশ যুগ্ন সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ,মোজাম্মেল হক বাহাদুর এবং এসময় পুষ্প অর্পণে উপস্থিত ছিলেন জেলা কর্মরত সরকারি উর্ধ্বতন কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)(উপসচিব) জনাব মোঃ লুৎফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব সুরাইয়া আক্তার সুইটিসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। বান্দরবান জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার জনাব জেরিন আখতার, সিভিল সার্জন জনাব অংসুইপ্রু মারমা সহ জেলার সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে জাতির পিতার প্রতি সম্মান প্রদর্শন করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে জাতীয় শোক দিবস-২০২১ উপলক্ষে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মাননীয় মন্ত্রী মহোদয়, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও বিভাগীয় বন কর্মকর্তা, বান্দরবান জেলাপ্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।

মুক্ত মঞ্চে পুষ্পস্তবক অর্পণ শেষে জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের উদ্যোগের দুষ্ট এতিম ও অসহায় মানুষের মাঝে খাদ‍্য বিতরণ করেন।

Author


Discover more from MIssion 90 News

Subscribe to get the latest posts sent to your email.

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এছাড়াও পরীক্ষা করুন
Close
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker