বান্দরবানের রোয়াংছড়িতে দুই সশস্ত্র গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় চারজন নিহত হয়েছে। নিহতদের পরিচয় সম্পর্কে এখনও নিশ্চিত করে কিছু জানায়নি পুলিশ।
শনিবার (৫ মার্চ) সন্ধ্যায় রোয়াংছড়ি উপজেলার মবাইতং এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, শনিবার বেলা ১২টার দিকে রোয়াংছড়ি তালুকদার পাড়া থেকে একদল অস্ত্রধারী পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) শসস্ত্র শাখার পরিচালক উনুমং মারমাকে গুলি করে হত্যা করে। হত্যার পর তারা সাঙ্গু নদী পথে চলে যায়। সে সময় ওই সন্ত্রসী দলের সাথে জেএসএস’র গোলাগুলির ঘটনা ঘটে।
গোলাগুলির পর সন্ধ্যায় ঘটনাস্থল চারটি মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে বিষয়টি সেনাবাহিনীকে জানান তারা।
রোববার (৬ মার্চ) বেলা ১২টার দিকে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের জন্য রওনা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান পুলিশ সুপার জেরীন আক্তার।
জেরীন আক্তার বলেন, এখানে যে হত্যাকাণ্ডগুলো ঘটছে সেগুলোকে সাধারণ মানুষের সাথে না মিলিয়ে আলাদাভাবে দেখতে হবে। এখানে একাধিক সংগঠন আছে। যারা নিজেদের মধ্য এধরণের সংঘাতে জড়ায়।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.