কুষ্টিয়ার সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
শনিবার (৫ মার্চ) রাত আটটার দিকে জেলার দৌলতপুর উপজেলার সীমান্তে ১৫১-৬ (এস) পিলারের কাছে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম লিটন বিশ্বাস (৩২)। তিনি দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন বিলগাথুয়া গ্রামের আকবর আলী বিশ্বাসের ছেলে।
স্থানীয়রা জানান, লিটনসহ কয়েকজন ভারত থেকে ফিরছিল। এসময় ভারতের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার মেঘনা সীমান্তে ১৪১ বিএসএফ কমান্ডেন্ট অধীনস্থ মেঘনা ক্যাম্পের টহলরত বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। বুকে গুলিবিদ্ধ হয়ে লিটন নিহত হলে অন্যরা বাংলাদেশ সীমানায় পালিয়ে আসে। পরে বিএসএফ লিটনের লাশ উদ্ধার করে হোগলবাড়িয়া থানায় সোপর্দ করে।
১৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধীনস্থ প্রাগপুর বিজিবি কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) নায়েক সুবেদার আমজাদ হোসেন স্থানীয় গণমাধ্যম কর্মীদের জানান, এ ঘটনার এখনও সত্যতা পাননি। পরিবারের পক্ষ থেকেও কোনো অভিযোগ করা হয়নি।
তবে প্রাগপুর ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল সরকার এ ঘটনার সত্যতা স্বীকার বলেছেন, বিএসএফ’র গুলিতে লিটন নামে এক বাংলাদেশি নিহত হয়েছে। লাশ ফেরতের বিষয়ে বিজিবি’র কাছে বিএসএফ কোনো পত্র দেয়নি।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.