পাখির প্রতি ভালবাসার টানে জাতীয় জরুরী সেবা ট্রিপল নাইনে (৯৯৯) ফোন দিয়ে বিদ্যুতের তারের সাথে আঁটকে পড়া একটি শালিককে উদ্ধার করেছে গলাচিপা পল্লী বিদ্যুৎ বিভাগ।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান ঘটনাটি ঘটেছে শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে পটুয়াখালীর গলাচিপা পৌরসভার লঞ্চঘাট এলাকায়। আর এ ৯৯৯ এ কলটি করেছিলেন পৌর এলাকার যুবক মাইদুল হক মিকু। তার ফোন কলে সাড়া দিয়ে জরুরি সেবা ৯৯৯ গলাচিপা পল্লী বিদ্যুৎ কেন্দ্রে জানান তাদের চেষ্টায় জীবন ফিরে পায় শালিকটি।
গলাচিপা পৌর এলাকার যুবক মাইদুল হক মিকু জানান, বিকেলে গলাচিপা পৌরসভার লঞ্চঘাট এলাকায় ঘুরতে যায় মিকু। এসময় তিনি মাহাবুবের চায়ের দোকানের সামনে বিদ্যুতের খুঁটিতে একটি শালিক আটকে থাকতে দেখতে পান। তখন তিনি চা দোকানদার মাহাবুবের কাছে জানতে চাইলে মাহাবুব বলেন শালিকটি দুই দিন ধরে এভাবে আঁটকে আছে। মিকু কোন উপায় না দেখে জাতীয় জরুরী সেবায় কল দিলে সেখান থেকে গলাচিপা থানা ও গলাচিপা পল্লী বিদ্যুৎ এর জোনাল অফিসে খবর দেয়। বিদ্যুৎ অফিস ও গলাচিপা থানার সহযোগিতায় উদ্ধার করা হয় পাখিটিকে। শালিকটি উদ্ধার করতে পেরে খুশি থানা ও বিদ্যুৎ বিভাগের কর্মীরা। পরে শালিকটির চিকিৎসার জন্য স্থানীয় প্রাণী সম্পদ কর্মকর্তার কাছে নিয়ে গেলে চিকিৎসা সেবা দেওয়া হয়। শলিকটির শারীরিক অবস্থা খারাপ থাকায় কয়েকদিনের পর্যবেক্ষণে রাখা হয়েছে। শালিকটি উদ্ধারের সময় কয়েকশ পথচারী জড়ো হয়।
এ বিষয়ে গলাচিপা পল্লী বিদ্যুতের জোনাল অফিসের ডেপুটি জেলারেল ম্যানেজার ইঞ্জিনিয়ার মো. মাইনুদ্দিন আহমেদ বলেন, ঘটনা শোনার পরপরই শালিকটি উদ্ধার করতে ঘটনাস্থলে লোক পাঠাই এবং তারা পাখিটিকে জীবিত অবস্থায় উদ্ধার করে।