হারুন মল্লিক নীল। পেশায় একজন ফ্রিল্যান্সার । বাড়ি টাঙ্গাইল জেলার মধুপুর সদর উপজেলার মহিষামারা এলাকার হালিম মল্লিক’র ছেলে। কাজের পাশাপাশি তিনি ব্যক্তি উদ্যোগে অসহায় মানুষের জন্য নানামুখী মানবিক কাজ করেন।
রক্তদান, বৃক্ষরোপণ, শীতবস্ত্র বিতরণ , আর্থিক সহযোগিতা প্রদান, অসহায় পরিবারকে বাজার সামগ্রী প্রদান ইত্যাদি কার্যক্রম উল্লেখযোগ্য। ২০২০ সাল থেকে তিনি মানবিক কার্যক্রম শুরু করেন এবং প্রতিনিয়ত তার এই মানবিক কার্যক্রম চলমান রেখেছেন।
তার এমন কার্যক্রমের কারণে উপকৃত হচ্ছেন অসহায় মানুষেরা। তিনি নিজে ২০ বার রক্ত ও ৩ বার প্লাটিলেট সহ মোট ২৩ বার মুমুর্ষ রোগীর প্রয়োজনে স্বেচ্ছায় রক্তদান করেছেন। নিজে দেওয়ার পাশাপাশি মুমূর্ষু রোগীর প্রয়োজনে স্বেচ্ছায় বিনামূল্যে রক্ত মেনেজ করেও দেন তিনি।
এমন মানবিক কার্যক্রম নিয়ে হারুন মল্লিক বলেন, ‘ মানুষ মানুষের জন্য ‘ মানুষের উপকার করতে আমার ভালো লাগে। তাই চেষ্টা করছি নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়ানোর।
রক্তদান ছাড়াও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ করছেন তিনি। কোনো অসহায় মানুষের খাবার না থাকলে হারুন জানতে পারলে তাদের খাবার কিনে দেন তিনি। শীতে এলাকার অসহায়
মানুষের জন্য উপহার দেন কম্বল।
মানবিক কার্যক্রম নিয়ে তার স্বপ্নের কথা জানতে চাইলে তিনি বলেন, শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত অসহায়, সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকতে চাই। আমার সামর্থ্য অনুযায়ী তাদের সহযোগিতা করতে চাই।
হারুনের এমন মানবিক কার্যক্রমের কারণে এলাকার সবাই তাকে ভালোবাসে , সম্মান করে । সবাই ভালোবাসে মানবিক হারুন বলে ডাকে। হারুনের এমন মানবিক কার্যক্রম সাড়া ফেলেছে পুরো এলাকায়। তার এমন মানবিক কাজ সমাজের অন্যান্য তরুণদের জন্য আলোকবর্তিকা স্বরূপ বলে মনে করেন সচেতন সমাজ ।