ভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগ ও গ্যাসভিত্তিক শিল্পকারখানা গড়ে তোলাসহ পাঁচ দফা দাবিতে মশাল মিছিল করেছে স্থানীয় ছাত্র-জনতা। শনিবার (১৯ এপ্রিল) রাত ৯টার দিকে ভোলা শহরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ডে এ মশাল মিছিল করেন তারা। এ সময় তারা ইন্ট্রাকো কম্পানি কর্তৃক ভোলা থেকে গ্যাস নেওয়া বন্ধে অবস্থান কর্মসূচি পালন করেন।
এর আগে শুক্রবার দিবাগত রাত থেকে ইন্ট্রাকো কম্পানির ঢাকাগামী সকল গ্যাসবাহী গাড়ি যাওয়া বন্ধ করে দেন এবং ভোলা থেকে গ্যাস নিয়ে যাওয়ার পথে বেশ কয়েকটি গ্যাসবাহী কাভার্ডভ্যান আটকে রাখেন আন্দোলনকারীরা।
তাদের দাবি ভোলা থেকে গ্যাস বাইরে নেওয়ার আগে ভোলার আবাসিক গ্যাস সংযোগ দিতে হবে, ভোলায় মেডিক্যাল কলেজ স্থাপন করতে হবে, ভোলা-বরিশাল সেতু বাস্তবায়ন করতে হবে, ভোলায় গ্যাসভিত্তিক শিল্পকারখানা গড়ে তুলতে হবে।
অন্যথায় ভোলা থেকে কোনো গ্যাস জেলার বাইরে যেতে দেওয়া হবে না। এর আগে শুক্রবার রাত থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত গ্যাসভর্তি মোট ৭টি কাভার্ডভ্যান আটক করে রেখেছে আন্দোলনকারীরা। এ সকল দাবি আদায়ে রবিবার সকাল ১০টায় আগামীর ভোলা নামের একটি সংগঠন ভোলার বাংলা স্কুল মাঠে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে।
মশাল মিছিল পরবর্তী অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন ব-দ্বীপ ছাত্রকল্যাণ সংসদ ভোলা জেলার আহবায়ক মো. রহিম ইসলাম, মেহেদী হাসান, জিদান আনাবির, আকিব, রুমন, আরিফ, রাজু ও রায়হান প্রমুখ।