গাজীপুরের কালিয়াকৈরে চান্দরা ঈকরা নুরাআনিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৬ তম শাহদাত বার্ষিকী জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও মিলাত মাহফিলে এবং ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আযোজন করা হয়।
রবিবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে এই আয়োজন করা হয় এই সময় অনুষ্ঠানে অংশ নেয়া দুই শতাধিক ছাত্রদের মাঝে বই পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌর আ’লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও পৌর শ্রমিক লীগের সভাপতি হাজী মোহাম্মদ হারিজউজ্জামান খান, সভাপতি অত্র মাদ্রাসা, আরো উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা সাইফুল ইসলাম, সহ মাদ্রাসা সকল শিক্ষক ও শিক্ষা্থী বৃন্দ। এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।