জাতীয়
জাতীয় শোক দিবসে প্রতিরোধ যোদ্ধাদের স্বীকৃতির দাবি কৃষক শ্রমিক জনতালীগের
জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তমের প্রতিষ্ঠিত দল কৃষক শ্রমিক জনতালীগ আজ (রবিবার) বিকেলে কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োাজন করে।
দলের সহ-সভাপতি আমিনুল ইসলাম তারেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, কেন্দ্রীয় নেতা মাহবুবুর রহমান পারভেজ, আবুল হোসেন, যুব আন্দোলনের আহ্বায়ক হাবিব-উন-নবী সোহেল, ছাত্র আন্দোলনের আহ্বায়ক রিফাতুল ইসলাম দীপ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম প্রতিবাদ করে বাঙালি জাতির মর্যাদা রক্ষা করেছিলেন। বঙ্গবীরের নেতৃত্বে প্রতিরোধ যুদ্ধ হয়েছিলো বলেই সেই দিন বঙ্গবন্ধুর অনুসারী অসংখ্য নেতা-কর্মীর জীবন রক্ষা পেয়েছিলো। অথচ বঙ্গবন্ধুর কন্যা দীর্ঘদিন ক্ষমতায় থাকলেও এই প্রতিরোধ যোদ্ধাদের নাম এখনো রাষ্ট্রীয় নথিতে দুষ্কৃতিকারী হিসেবে লিপিবদ্ধ, যা অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয়। তারা অবিলম্বে প্রতিরোধযোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি করেন।
সভাশেষে ১৫ ই আগস্টের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।