গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়ীয়া জানপাড়া এলাকায় বজ্রপাতে বিদুৎতায়িত হয়ে দিগেন্দ্র চন্দ্র বর্মন (৭০) নামের এক বৃদ্ধের করুন মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে (১২ই আগষ্ট) উপজেলার ফুলবাড়িয়া জানপাড়া এলাকায় এই দূর্ঘটনা ঘটে ।
নিহত ব্যক্তি হলেন উপজেলার জানপাড়া এলাকার ফুলচান বর্মনের ছেলে।
পুলিশ সূত্র জানায় , কালিয়াকৈর উপজেলার জানপাড়া এলাকায় বজ্রপাতে ঘরের বিদ্যুতের তার স্পর্শ হয়ে দিগেন্দ্র চন্দ্র বর্মনের ঘর বিদ্যুতায়িত হয়ে যায়। বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে দরজা খুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ওই বৃদ্ধ মারা গেছে । এলাকাবাসী সূত্রে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়।
কালিয়াকৈর থানার (এসআই) আফজাল হোসেন জানান বৃহস্পতিবার সকালে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।পরে নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।