গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বক্তারপুর(মার্কাজ মসজিদের পশ্চিম পার্শ্বে) এলাকায় বুধবার সকালে একটি কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।তবে হতাহতের ঘটনা ঘটেনি।
বুধবার (১১আগস্ট) ভোর ৬ টার দিকে কালিয়াকৈর পৌরসভার বক্তারপুর এলাকার মইনুল ইসলাম মইনের কলোনিতে বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে আটটি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে।
ফায়ার সার্ভিসের ও স্থানীয় সূত্র জানায় বক্তারপুর এলাকায় বুধবার সকালে মইনুল ইসলামের বাসা বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে মাধ্যমে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে আশেপাশের লোকজন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। এরপর তারা ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টা খানের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এর মধ্যে বাড়ির ৮টি কক্ষ পুড়ে ছাই হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ণয় করা যায়নি।এই কলোনির বেশিরভাগ ভাড়াটিয়া স্থানীয় কলকারখানায় চাকুরী করে।
কালিয়াকৈর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা জাহিদুল আলম তালুকদার জানান,তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত ০৬টি পরিবারকে কালিয়াকৈর পৌরসভার মেয়র মোঃ মজিবুর রহমান এর নির্দেশে ও সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরের উপস্থিতিতে প্রত্যেক পরিবারকে তাৎক্ষণিকভাবে ১০০০ টাকা নগদ অনুদান এবং পরিবারগুলোর ৩৬ জন সদস্যকে ০৩ দিনের খাবারের ব্যবস্থা করা হয়।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ইনচার্জ কবিরুল আলম জানান খবর পেয়ে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ৮ টি রুম পুরে গেছে তবে এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।