জামালপুরের সরিষাবাড়ীতে পাট কাটতে গিয়ে বজ্রপাতে এক কৃষককের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর রৌহা পশ্চিম পাড়া গ্রামে।নিহতের পরিবার সূত্রে জানা যায়,আজ বুধবার(১১ আগষ্ট) সকাল সাড়ে ৮টার দিকে কৃষক দুলাল মিয়া(২৫) নিজ জমিতে পাট কাটতে গেলে হঠাৎ বৃষ্টিসহ বজ্রপাত শুরু হওয়ায় সে বজ্রপাতে আহত হন।
পরে পরিবারের লোকজন আহত দুলাল মিয়াকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহতের পরিচয় সম্পর্কে জানা গেছে , সে সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর রৌহা পশ্চিম পাড়া গ্রামের মকবুল মণ্ডলের ছেলে। তার মৃত্যুতে শোকাভিভূত এলাকাবাসী।