বগুড়ার শেরপুরে হিরোইন ক্রেতা সেজে ২০ পুরা হেরোইনসহ বাসা থেকে মৃদুল (৪০) নামের এক যুবককে আটক করে শেরপুর থানা পুলিশ এসআই সাচ্চু বিশ্বাস ও সঙ্গীয় ফোর্স। মাদক ব্যবসায়ী মৃদুল শেরপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের তালতলা এলাকার মৃত মৃত মোসলেম উদ্দিনের ছেলে। মঙ্গলবার (১০ আগস্ট) রাত সাড়ে দশটায় পৌর শহরের তালতলা নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে।
জানা যায়, মৃদুল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। শেরপুর থানার এসআই সাচ্চু বিশ্বাস মাদক ব্যবসায়ী মৃদুলকে ধরতে কৌশলে তার সঙ্গীয় ফোর্স কে দিয়ে হিরোইন ক্রয়ের কথা বলে যোগাযোগ করে। রাত্রি সাড়ে দশটায় হিরোইন ক্রেতা সেজে বাসায় প্রবেশ করে ২০ পুরা হেরোইনসহ তাকে আটক করে। এ বিষয়ে শেরপুর থানার এসআই সাচ্চু বিশ্বাস বলেন, মাদকসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.