গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার একাডেমি তিন নাম্বার গেইট এলাকা থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে কালিয়াকৈর থানা পুলিশ
পুলিশ সূত্র জানায় সোমবার( ৫ই জুলাই) উপজেলার সফিপুর আনসার একাডেমির সমনে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে ইমা রেস্তোরাঁয় মাদক বেঁচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাজ্জাদ হোসেন ও আজিম হোসেন ফয়সাল নামের দুই মাদক ব্যবসায়ীকে ৬০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন – উপজেলার কৌচাকুঁড়ি এলাকার শহিদুল ইসলামের ছেলে সাজ্জাত হোসেন, মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার ভাগ্যকুল বাগেশ্বর এলাকার সোলায়মান হোসেনের ছেলে আজিম হোসেন ফয়সাল। ফয়সাল সফিপুর রুপনগর সাথীর বাড়ীর ভাড়াটিয়া।
এ ঘটনায় কালিয়াকৈর থানার এস আই মাহবুব জানান
আটককৃতরা হোটেলের সামনে ইয়াবা বিক্রির জন্য অপেক্ষা করছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সফিপুর আনসার একাডেমির সামনে পৌছালে ওই মাদক ব্যবসায়ীরা পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে আটক করে। পরে তাদের দুইজনের দেহ তল্লাশী করে সাজ্জাত ও ফয়সালের জিন্সের পকেটে পলিথিনে মোড়ানো ৬০পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করে থানায় নিয়ে আসে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব আইনে মামলা করা হয়েছে মঙ্গলবার সকালে তাদেরকে গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।