গলাচিপাপটুয়াখালীসারাদেশ

গলাচিপায় রাতের আঁধারে ঘর তুলে জমি দখলের অভিযোগ

পটুয়াখালীর গলাচিপায় অন্যের বন্দোবস্তকৃত জায়গায় রাতের আঁধারে ঘর তুলে জমি দখলের অভিযোগ উঠেছে আতিকুর রহমানের (হেলাল হাওলাদার) বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোমবার (৫ জুলাই) গভীর রাতে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের উলানিয়া বন্দরে। অভিযুক্ত হেলাল হচ্ছেন ওই এলাকার আ. রব হাওলাদারের ছেলে। আর ভুক্তভোগী স্বপন চন্দ্র কর্মকার হলেন একই এলাকার মৃত শতিশ চন্দ্র কর্মকারের ছেলে। এ ঘটনায় স্বপন চন্দ্র কর্মকার মঙ্গলবার হেলালের বিরুদ্ধে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন।
ভুক্তভোগী স্বপন চন্দ্র কর্মকার জানান, দীর্ঘ ১১ বছর ধরে উলানিয়া মৌজার জে এল নং-১০৪ এর ১৪৭ নং খতিয়ানের ৩৫৮, ১৬১, ১৬২, ১২৪ ও ১৪৭ নং দাগের বন্দোবস্তকৃত জমি ভোগ দখল করে আসছিলেন। ওই দাগে ভুক্তভোগী স্বপন জমির মধ্যে অভিযুক্ত হেলাল জমি পাবেন বলে দাবি করেন। কিন্তু ওই জমি সরকারে কাছ থেকে বন্দোবস্ত নিয়েছেন স্বপন । ঐ জমি বন্দোবস্ত নেয়ার পর থেকে স্বপন নিয়মিত সরকারের কর পরিশোধ করে আসছেন। জমির বর্তমান দাখিলাও স্বপনের নামে। সোমবার গভীর রাতে হেলাল অন্যায়ভাবে স্বপনের জায়গায় ঘর তুলে জমি দখলের চেষ্টা করছেন বলে জানা যায়। হেলালের কোন বৈধ কাগজপত্র নেই বলেও জানান স্বপন ।
অভিযুক্ত হেলাল বলেন, ওই জায়গা আমাদের রেকর্ডীয় পৈত্রিক সম্পত্তির সামনের খাস জায়গা হওয়ায় আমরা বিভিন্ন সময়ে চাষাবাদ করে আসছি। স্বপন কর্মকারের জায়গা হলে ৪/৫বছর ধরে তিনি জায়গার কাছে আসেননি কেন? এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে বিষয়টি দেখা হবে।

Author


Discover more from MIssion 90 News

Subscribe to get the latest posts sent to your email.

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এছাড়াও পরীক্ষা করুন
Close
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker