রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় ১৯ জনের মৃত্য হয়েছে। তাদের মধ্যে ৪ জন করোনা পজেটিভ ও বাকি ১৫ জন করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মৃত্য বরণ করেছেন।
হাসাপাতের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গতকাল সকাল ৬টা থেকে আজ মংগলবার সকাল ৬ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় নতুন মারা যাওয়াদের মধ্যে ১০ জন রাজশাহীর, বাকিদের মধ্যে নাটোর ও নওগাঁর ২ জন করে এবং পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও জয়পুরহাটের ১ জন করে মারা যায়। মত্যদের মধ্যে ১৩৬জন পুরুষ ও ৬ জন নারী। এদের মধ্যে ১১ জনের বয়স ৫১ থেকে ৬১ বছরের মধ্যে, ৩১ থেকে ৪০ বছরের ৬ জন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে ২ জন ছিল। মোট ৬৮৫ জনের নমুনা পরীক্ষা করে ১৯১ জনের দেহে করোনা সনাক্ত করা হয়েছে। সশনাক্তের হার ২৯.০৩।
তিনি আরও জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালে রোগী ভর্তি হয়েছে ৭৬ জন, একই সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৩ জন। আজকে সকাল পর্যন্ত ৪৪৫ টি বেডের বিপরীতে চিকিৎসাধীন আছেন ৪৮৯ জন। আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন ১৯ জন।