গত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ১৭ জন।এবং নতুন করে আরো ৪৩৬ জনকে শনাক্ত করা হয়েছে এর আগের দিন ২৪ ঘন্টায় করোনায় মোট আক্রান্ত সংখ্যা ছিল ৩৪৩ জন এবং সর্বশেষ আক্রান্ত সংখ্যা নিয়ে বরিশাল বিভাগে মোট আক্রান্ত সংখ্যা দাঁড়ালো ১৯ হাজার ৭৩ জন
তাছাড়া একই সময় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ১১ জন
এবং ১ জন আক্রান্ত হয়ে মারা যায়।এনিয়ে সর্বমোট বরিশাল বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৩২১ জন। এবং করোনা বিস্তার রোধে সবাইকে ঘরে থাকতে বলা হয়েছে এবং জরুরী প্রয়োজনে বাইরে গেলে অবশ্যই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে বলা হয়েছে এবং এক জায়গায় জড়ো হওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে এবং বরিশালে কঠোরভাবে লকডাউন বাস্তবায়ন করছে প্রশাসন এবং জরুরি প্রয়োজন ছাড়া কাউকে বাড়ি থেকে বের হইতে দেওয়া হচ্ছে না।