আদিদেব দাস, মৌলভীবাজার:
সীমান্তবর্তী ও পর্যটন জেলা মৌলভীবাজারে নতুন করে আরো ২৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
বুধবার ৩০ জুন সিভিল সার্জন কার্যালয় এ তথ্যটি নিশ্চিত করেছে জেলা। জানা যায়, ২৪ ঘন্টায় মোট ৫৭ জন ব্যক্তি করোনা পরীক্ষা নিলে ২৫ জনের দেহে কোভিড-১৯ পাওয়া যায়। জেলায় আক্রান্তের সংখ্যা গড়ে দাড়িয়েছে ৪৪ শতাংশ।
বুধবার ৩০ জুন সিভিল সার্জন কার্যালয় এ তথ্যটি নিশ্চিত করেছে জেলা। জানা যায়, ২৪ ঘন্টায় মোট ৫৭ জন ব্যক্তি করোনা পরীক্ষা নিলে ২৫ জনের দেহে কোভিড-১৯ পাওয়া যায়। জেলায় আক্রান্তের সংখ্যা গড়ে দাড়িয়েছে ৪৪ শতাংশ।
আক্রান্তদের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ১২ জন, রাজনগরে ২ জন, বড়লেখায় ৬ জন ও জুড়ী উপজেলায় আরো ৫জন’র দেহে কোভিড-১৯ পাওয়া গেছে। জেলায় এ পর্যন্ত ২ হাজার ৯শ ৯৬ জন আক্রান্ত হয়েছেন। মোট সুস্থ হয়েছেন ২ হাজার ৬শ ৪২ জন। এদিকে অতিথের তুলায় মৌলভীবাজার জেলায় করোনার সংক্রমণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গেল মঙ্গলবার রাতে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে করোনা ইউনিটের ৫০ টি বেডের মধ্যে ৪৭ জন ভর্তি রয়েছেন। আইসিইউ তে যে ৫টি বেড ছিল সেটিও পরিপূর্ণ হয়েছে।