মাদারীপুরে এ বছর প্রথম করোনা রোগী শনাক্ত
মাদারীপুর সদর উপজেলায় এ বছর একজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। সোমবার (১৬ জুন) মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের চিকিৎসক বিষয়টি নিশ্চিত করেছেন। গত বৃহস্পতিবার (১৩ জুন) সদর উপজেলার চরমুগরিয়া এলাকার এক যুবকের (৩০) শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়, যিনি বর্তমানে বাড়িতে বসেই চিকিৎসা নিচ্ছেন এবং সুস্থ আছেন।
মাদারীপুর সদর উপজেলায় এ বছর একজন করোনাভাইরাসে আক্রান্ত রোগীকে শনাক্ত করা হয়েছে। সোমবার (১৬ জুন) শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের চিকিৎসক। তবে গত ২৪ ঘণ্টায় নতুন কেউ শনাক্ত হয়নি।
মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. নুরুল ইসলাম বলেন, “গত ২৪ ঘণ্টায় মাদারীপুর সদর হাসপাতালে সাত জনের পরীক্ষার ফলাফল পাওয়া যায়। তবে তাদের কেউ করোনাভাইরাসে আক্রান্ত নন। তবে গত বৃহস্পতিবার (১৩ জুন) হাসপাতালে পরীক্ষা করতে আসলে মাদারীপুর সদর উপজেলার চরমুগরিয়া এলাকার এক যুবকের (৩০) শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। তবে তিনি সুস্থ আছেন এবং বাড়িতে বসেই চিকিৎসা নিচ্ছেন। এ বছর এই রোগীই মাদারীপুরে প্রথম শনাক্ত হলো।”
তিনি আরও জানান, এরপর শুক্র, শনি, রবি ও সোমবার বেশ কিছু নমুনা পরীক্ষা করা হলেও কোনো রোগী শনাক্ত হয়নি। মাদারীপুরে এ পর্যন্ত শুধুমাত্র একজনই করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।