সদ্যঃসমাপ্ত অর্থবছরের শেষ মাস গত জুনে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমে ৯ দশমিক ৭২ শতাংশে নেমে এসেছে। যা গত মে মাসে ছিল ৯ দশমিক ৮৯ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএসের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
প্রতিবেদনে দেখা যায়, জুন মাসে সার্বিক মূল্যস্ফীতি, খাদ্যপণ্যের মূল্যস্ফীতি ও খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি- সব সূচকই ভালো ছিল।
জুন মাসে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১০ দশমিক ৪২ শতাংশ, যা মে মাসে ছিল ১০ দশমিক ৭৬ শতাংশ। অন্যদিকে খাদ্যবহির্ভূত পণ্যে জুনের মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯.১৫ শতাংশ, যা মে মাসে ছিল ৯ দশমিক ১৯ শতাংশ।