টাঙ্গাইলের কালিহাতী উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান এস এ এম সিদ্দিকী (আজাদ সিদ্দিকী) রোববার (৭ জুলাই) সকালে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এ উপলক্ষে উপজেলা কনফারেন্স রুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইনের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল -৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী।
এ সময় নব-নির্বাচিত চেয়ারম্যান এস এ এম সিদ্দিকী (আজাদ সিদ্দিকী) ভাইস চেয়ারম্যান মাহমুদুল হাসান দীপুল, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খাতুন বৃষ্টি, কালিহাতী পৌরসভার মেয়র নুরুন্নবী সরকার, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য; গত ২১ মে কালিহাতী উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে উপজেলা আওয়মী লীগ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লাকে ৭ হাজার ২২৫ ভোটে হারিয়ে এস এ এম সিদ্দিকী (আজাদ সিদ্দিকী) বিজয়ী হন।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.