ভারতে যখন বিয়ের মৌসুম চলছে, তখন বিশ্ববাজারে সোনার দাম সর্বকালের রেকর্ড ছাড়িয়ে গেছে। এতে ভারতের বাজারেও ব্যাপকভাবে বেড়েছে বিয়ের অপরিহার্য এই পণ্যের দাম। এতে চিন্তার ভাঁজ পড়েছে ক্রেতাদের মধ্যে। বেচাকেনা কমেছে বলে জানান ব্যবসায়ীরা।
গত সোমবার বিশ্ববাজারে সকালের বাণিজ্যে সোনার দাম আউন্সপ্রতি ২১০০ ডলার ছাড়িয়ে যায়; যদিও দিনশেষে দাম কিছুটা কমে হয় ২০৪০ ডলার। এ নিয়ে টানা তিন দিন সোনার দাম বাড়ে। মূল্যবৃদ্ধির পেছনে বিশ্ব অর্থনৈতিক অনিশ্চয়তার পাশাপাশি সাম্প্রতিক লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজ ও কিছু বাণিজ্যিক জাহাজে হামলার প্রভাব আছে। গতকাল মঙ্গলবার সোনার দাম সামান্য কমে প্রতি আউন্স হয় ২০২৪ ডলার। বিশ্ববাজারে মূল্যবৃদ্ধির জেরে ভারতের বাজারেও সোনার দাম বেড়েছে। ভারতের মাল্টি কমিডিটি এক্সচেঞ্জের (এমসিএক্স) তথ্য অনুযায়ী, দেশটির বাজারে ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম গত সোমবার ছিল ৬৩ হাজার ৩৫৭ রুপি। তবে গতকাল দাম কিছুটা কমে হয় ৬২ হাজার ২৬৮ রুপি (শহরভেদে দাম কমবেশি আছে)। এতে বিয়ের মৌসুমে গয়নার কেনাকাটা কমে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। টাইমস অব ইন্ডিয়া জানায়, ভারতের বাজারে ২৪ ক্যারেট বা ৯৯৯ মাত্রার বিশুদ্ধ সোনার দাম করসহ প্রতি ১০ গ্রাম ৬৭ হাজার ৫০০ রুপিতে উঠেছে। এটি ভারতের বাজারে এযাবৎকালে সোনার সর্বোচ্চ দাম।
গত ২৩ নভেম্বর থেকে ভারতে বিয়ের মৌসুম শুরু হয়েছে। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, চলতি বিয়ের মৌসুমে ভারতে প্রায় ৩৮ লাখ বিয়ের অনুষ্ঠান হতে পারে। তাতে পণ্য, সেবাসহ মোট চার লাখ ৭৪ হাজার কোটি রুপির ব্যবসা হবে বলে ধারণা। সেটা হলে গত বছরের তুলনায় বিয়ের অর্থনীতিতে বড় ধরনের প্রবৃদ্ধি হবে। গত বছর সাড়ে ৩৭ লাখ বিয়ের অনুষ্ঠানে প্রায় তিন লাখ ৭৫ হাজার কোটি রুপির ব্যবসা হয়েছে।