শাটডাউন প্রত্যাহারে আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি স্বাভাবিক, ফিরে এলো কর্মচাঞ্চল্য
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীদের চলমান 'কমপ্লিট শাটডাউন' কর্মসূচি প্রত্যাহার হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক হয়েছে। সোমবার (৩০ জুন) সকাল থেকে বন্দরে আবারও পণ্য ওঠানামা ও প্রক্রিয়াকরণ শুরু হওয়ায় কর্মচাঞ্চল্য ফিরে এসেছে এবং ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরেছে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীদের চলমান ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি প্রত্যাহার করায় স্বাভাবিক হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম। **সোমবার (৩০ জুন) সকাল থেকে** বন্দরে ফের শুরু হয়েছে পণ্য ওঠানামা ও প্রক্রিয়াকরণ কার্যক্রম। এতে করে বন্দরে আবারও ফিরেছে কর্মচাঞ্চল্য এবং ব্যবসায়ীদের মধ্যে ফিরে এসেছে স্বস্তি।
বন্দরে কর্মরত রাজস্ব কর্মকর্তা **জাহাঙ্গীর আলম** জানান, সকাল থেকে রপ্তানির জন্য তিনটি ট্রাকে করে মোট **৬৬ মেট্রিক টন আটা** এবং দুটি পিকআপে করে হিমায়িত মাছ বন্দরে আনা হয়েছে। ইতোমধ্যে এসব পণ্যের কাগজপত্র যাচাই ও অনুমোদনের কাজ সম্পন্ন করা হচ্ছে।
ব্যবসায়ীরা জানান, রোববার শাটডাউনের কারণে কোনো পণ্য রপ্তানি করা সম্ভব হয়নি। এতে তারা **লক্ষাধিক টাকার আর্থিক ক্ষতির** মুখে পড়েছেন। শুধু ব্যবসায়ী নয়, সরকারও রাজস্ব হারিয়েছে বলে জানান তারা।
এসময় তারা বলেন, দেশের গুরুত্বপূর্ণ এই স্থলবন্দর দিয়ে প্রতিদিন **এক থেকে দেড় কোটি টাকার পণ্য** ভারতে রপ্তানি হয়। তাই দেশের অর্থনীতির স্বার্থে এবং ব্যবসায়িক স্বাভাবিকতা বজায় রাখতে বন্দরগুলোকে আন্দোলনের আওতার বাইরে রাখার আহ্বান জানান তারা।
তবে শাটডাউনের সময়ও আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক ছিল বলে জানা গেছে।