বাংলার প্রাণ
একেএম ফারুক হোসেন
.
এক বুক রক্ত যে করেছে দান
তিনি আমাদের জাতির জনক,
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
তোমার ভাষণে উজ্জীবিত হয়ে ঢেলে দিয়েছে,
বাংলার শত শত মানুষের প্রাণ।
.
আমি বাংলার মাটির গন্ধে পাই তাঁরই নাম।
যতদিন রবে বাঙালির খাঁটি মন-প্রাণ,
ততদিন রবে অমর হয়ে শেখ মুজিবর রহমান।
যতদিন থাকিবে পদ্মা, মেঘনা, যমুনার নাম।
বাংলার ধুলায় উড়ে তারই নাম।
.
আজও যেন শুনি
তার উচ্চ কন্ঠের বানী,
সে বাংলার মানুষকে দিয়েছে গনতন্ত্রের প্রাণ।
সে আর কেউ নয়, শেখ মুজিবর রহমান।
.
বাংলার মাটিতে এক বিন্দু রক্ত থাকিতে রাখিবো তার সম্মান।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান।