রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ১০টায় আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলেরপর র্যাব-২ এর সামনে অবস্থান করে।
এ সময় শিক্ষার্থীরা ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলায় হবে না, আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না, আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ; একশন টু, একশন ডাইরেক একশন; নিষিদ্ধ নিষিদ্ধ, আওয়ামী লীগ নিষিদ্ধ, নিষিদ্ধ নিষিদ্ধ আয়নাঘর নিষিদ্ধ; গুমের কারখানা আয়নাঘর, আওয়ামী লীগ নিষিদ্ধ কর স্লোগান দেয়।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ছাত্র আন্দোলনের শেকৃবি সমন্বয়ক মো. তৌহিদ আহমেদ আশিক বলেন, আওয়ামী লীগ কখনই রাজনৈতিক দল ছিলো ছিলো না, তারা সবসময় সন্ত্রাসী ভুমিকায় ছিলো। যারাই আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়েছে তাদেরই আয়নাঘরের মতো জঘন্য জায়গায় রেখেছে।
আয়নাঘরের মতো এই জঘন্য জায়গায় বছরের পর বছর নিরপরাধ মানুষদের নির্যাতন করেছে। ৬ফিট বাই ৪ ফিটের ছোট ছোট ঘরে বছরের পর বছর বন্দী করে রেখেছে। ইলেক্ট্রিক শকের মাধ্যমে নিরপরাধ মানুষদের হত্যা করেছে। অতি দ্রুত এই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করতে হবে।
সারাদেশের সব আয়নাঘর বের করে জনগণের জন্য কমপক্ষে ৬ মাসের জন্য উন্মুক্ত করে দিতে হবে, যাতে জনগন বুঝতে পারে এই আওয়ামী লীগ কর নিকৃষ্ট দল ছিলো।