মাদারগঞ্জে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা মির্জা কাশেম মর্ডাণ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ৪ টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ কার্যক্রম শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নাদির শাহ।
এ সময় উপজেলা শিক্ষা অফিসার নূরুল আমিন ও উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আনোয়ার হোসেন, সহকারী শিক্ষা অফিসার, প্রধান শিক্ষক নূরুল ইসলাম সহ শিক্ষক/শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলার পশ্চিম মোসলেমাবাদ আইগেনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরন করা হয়েছে। এ সময় প্রধান শিক্ষক মোঃ মোরশেদ আলম ও সহকারী শিক্ষিক/শিক্ষিকাবৃন্দ ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
বুধবার সকাল সাড়ে ১০ টায় পশ্চিম মোসলেমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে। শিক্ষার্থীরা নতুন বই পেয়ে খুশি। এ সময় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, সহকারী শিক্ষক/শিক্ষিকাসহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।