ঘটনাটা ২০১৯ সালের। ওই বছরের ৭ অক্টোবর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরেবাংলা হলের আবাসিক ছাত্র ও তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে মেরে ফেলে ছাত্রলীগের কর্মীরা। এই ঘটনায় ফুঁসে ওঠে ছাত্রসমাজ। মামলা ও বিচারও হয়।
বুয়েটের সেই ভয়াল রাত আজও কাঁদায় সবাইকে।
সেই আবরার ফাহাদকে নিয়ে নির্মাণ করা হয়েছে শর্ট ফিল্ম ‘রুম নম্বর ২০১১।’ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী শেখ জিসান আহমেদের উদ্যোগেই নির্মিত হয়েছে সিনেমাটি। এতে প্রায় শতাধিক শিক্ষার্থী অভিনয় করেছেন।
এর আগে সিনেমাটি মুক্তির কথা শোনা গেলেও সেটি চুড়ান্ত কিছু ছিল না। অবশেষে এটি মুক্তি পাচ্ছে আগামী ৩ ডিসেম্বর। একই সঙ্গে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে প্রিমিয়ার হবে ছবিটির। পাশাপাশি আগামী ৩০ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রেও প্রিমিয়ার হবে সিনেমাটির।
বিষয়টি নিয়ে কিছুদিন আগে কালের কণ্ঠ’র সঙ্গে আলাপ হয় নির্মাতা জিসান আহমেদের। তিনি বলেন, ‘আবরারের ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে।
তবে আবরারের ঘটনাটি বুয়েটের হলেও এটির শুটিং হয়েছে জিসানের ক্যাম্পাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। এ প্রসঙ্গে বলেন, ‘বুয়েটের ক্যাম্পাস আর আমাদের ক্যাম্পাসের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। সেটা দর্শক দেখলেই বুঝতে পারবেন। আমরা মূল ঘটনার দিকে বেশি মনোযোগ দিয়েছি।