ঢালিউড সুপারস্টার শাকিব খানের সাবেক দুই স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর মাঝে দ্বন্দ্ব যেন থামছেই না! সুযোগ পেলেই একে অন্যকে খোঁচা মারতে ভোলেন না দুজন। এর আগেও একাধকবার খবরের শিরোনাম হয়েছেন দেশের শীর্ষ দুই নায়িকা। এবার আরেকটি ইঙ্গিতমুলক পোস্ট করে আলোচনায় অপু বিশ্বাস।
গত ২০ নভেম্বর ছিল বুবলীর জন্মদিন।
দিনটিতে পরিবারের মানুষদের নিয়েই ঘরোয়া পরিবেশে কেক কেটেছেন তিনি। সেই মুহূর্ত তুলে ধরেছেন ফেসবুকে। যেখানে ভালোবাসা জানিয়েছেন ভক্তরা। তবে বুবলীর জন্মদিনের তিনদিন পর রবিবার (২৪ নভেম্বর) অপু বিশ্বাস ফেসবুক প্রোফাইলে লেখেন, ‘লেট পোস্ট।
সরাসরি কিছু না বললেও পরোক্ষভাবে বুবলীর জন্মদিন নিয়েই ঠাট্টা করেছেন এই নায়িকা, এমনটাই ভাবছেন নেটিজেনরা। বিষয়টি ভালোভাবে নেননি নায়িকার ভক্তরাও।
এর আগে, ২০২২ সালেও বুবলীর জন্মদিনে খোঁচা দিয়েছিলেন অপু বিশ্বাস।
ওই বছর বুবলী গণমাধ্যমে জানিয়েছিলেন, জন্মদিন উপলক্ষে শাকিব খানের কাছ থেকে ডায়মন্ডের নাকফুল উপহার পেয়েছেন তিনি। সেই খবর ফেসবুকে শেয়ার করে অনেকগুলো হাসির ইমোজি দিয়ে অপু লিখেছিলেন, ‘কী যে মজা’! চুপ থাকেননি বুবলীও। দুজনে জড়িয়ে পড়েন ভার্চুয়াল যুদ্ধে। একজন অন্যজনকে নিয়ে নানা রকম কটু মন্তব্যও করেন। এছাড়াও শাকিব খান প্রসঙ্গেও প্রায়ই তর্কযুদ্ধে জড়াতে দেখা গেছে দুই নায়িকাকে।