ভোলার চরফ্যাশন উপজেলায় মালবাহী নসিমনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. ইমন (১৬) ও নেছার উদ্দিন (২০) নামের দুই বন্ধুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা মো. সিয়াম (২০) নামের অন্য এক বন্ধু গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলের ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের চরফ্যাশন পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাইমুদ্দির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. ইমন চরফ্যাশন উপজেলার নীলকমল ইউনিয়নের মো. কালামের ছেলে এবং নিহত নেছার উদ্দিন বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের কালিগঞ্জ গ্রামের ইলিয়াস আহমেদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরের পর বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের কালীগঞ্জ গ্রামের বন্ধু নেছার উদ্দিনের বাড়ি থেকে তিন বন্ধু মোটরসাইকেলযোগে চরফ্যাশনের উদ্দেশে রওনা দেন। এ সময় চরফ্যাশন পৌরসভার কাইমুদ্দির মোড়ে পৌঁছালে একটি বাসকে অতিক্রম করার সময় অন্য দিক থেকে আসা মালবাহী নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলে থাকা তিন বন্ধু ছিটকে পড়ে গুরুতর আহত হন।