সিরাজগঞ্জের শাহজাদপুর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের চুল কেটে নেওয়ার ঘটনায় অভিযুক্ত সংস্কৃতি ঐতিহ্য ও বাংলাদেশ স্টাডিজ বিভাগের প্রাক্তন চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন বাতেনকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গতকাল বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়য়ের জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের চলমান উত্তেজনা প্রশমনে অনির্দিষ্টকালের জন্যে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়য়ের ভিসির দায়িত্বে থাকা ট্রেজারার প্রফেসর আব্দুল লতিফ আজ শুক্রবার এ তথ্য জানিয়ে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে গতরাতে বিশ্ববিদ্যালয়য়ের সিন্ডিকেট কমিটির জরুরি সভা ডাকা হয়।’
তিনি আরও বলেন, ‘সভায় সংস্কৃতি ঐতিহ্য ও বাংলাদেশ স্টাডিজ বিভাগের প্রাক্তন চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন বাতেনকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে তার বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে।’
‘এ ছাড়া, বিশ্ববিদ্যালয়ের চলমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয়য়ের সব পরীক্ষা, প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্যে বন্ধ ঘোষণা করা হয়েছে,’ বলে জানান তিনি।
তবে তদন্ত সংক্রান্ত কাজ চলমান থাকবে বলে জানান প্রফেসর আব্দুল লতিফ।
এর আগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ইতিহাস সংস্কৃতি ও বাংলাদেশ স্টাডিজ বিভাগের ১৩/১৪ জন শিক্ষার্থীর মাথার চুল কেটে দেওয়ার ঘটনায় গত সোমবার রাতে বিভাগের প্রথম বর্ষের এক শিক্ষার্থী শাহজাদপুর এলাকার একটি ছাত্রাবাসে আত্মহত্যার চেষ্টা করে।
চুল কেটে দেওয়ার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বর্জন করে আন্দোলনে নেমেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। গত মঙ্গলবার সকাল থেকেই পরীক্ষা বর্জন করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ শুরু করেন তারা। গত বুধবার থেকে ঐ শিক্ষিকার স্থায়ী বহিষ্কারের দাবিতে অনশন শুরু করেন শিক্ষার্থীরা।
গতকাল বৃহস্পতিবার আন্দোলনরত শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন ঘেরাও করে প্রশাসনিক ভবনে তালা দেন। সেসময় তারা প্রশাসনিক ভবনের সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করেন।
এ দিকে, ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র স্টাডিজ বিভাগের চেয়ারম্যান লায়লা ফেরদৌস হিমেলকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি ইতোমধ্যে ঘটনার ভিডিও ফুটেজ হাতে পেয়েছে এবং চুল কাটার সত্যতা খুঁজে পেয়েছে।
তথ্য-প্রমাণ যাচাই-বাছাই করে আগামী সপ্তাহের মধ্যে প্রতিবেদন দেওয়া হবে বলে জানিয়েছে তদন্ত কমিটি।